মাংসখেকো হিসেবে পরিচিত হলো বাঘ, নেকড়ে, সিংহ। আর উদ্ভিদ যে সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরী করে সে কথা তো সবারই জানা। উল্টো পোকা-মাকড় উদ্ভিদের পাতা খেয়ে ফেলে। কিন্তু এমন ৭০০ প্রজাতির উদ্ভিদ আছে যে গুলো নিজেরাই পোকা খেয়ে ফেলে। মাংসখেকো এসব আশ্চর্য উদ্ভিদের আটটির ছবি নিয়ে ন্যাট জিও কিডস ম্যাগাজিন থেকে কাকাড্ডার পরিবেশনা-







