লেখ’বিতা

হয়ে যাও কবি,
একে দাও ছবি,
অবেলার সাহিত্যের এক পাতায়।
ভুলে যাও সবই,
চেয়ে দেখো রবি,
বল কি মুগ্ধ করে তোমায়।

নাকে মাখো তেল,
ভাবো রাত-বিকেল,
কি বলতে চায় মনে।
উঠো তুমি সক্কেলে
হাত রাখো গালে
ভাবিতে থাক ক্ষণে ক্ষণে।

দেখ বৃস্টি গাইছে,
গতর মেঘে নাইছে,
লেখ বৃস্টি ভেজার গান।
দেখ মিছিল হইছে,
ভাষার স্লোগান বইছে,
লেখ আমার মাতৃভাষার টান।

গগনে সূর্যের কিরণ,
মাঠে সূর্যের বিস্ফোরণ,
নদে শাপলারা করে স্নান।
দেখ মুক্ত আকাশ
যেনো কোমলতার প্রকাশ,
এরাই তো দেশের প্রাণ।

দেখ দুষ্টু ছেলেটাকে,
চোখ আকাশেতে রাখে,
যেন খুঁজছে দিনের তারা
দেখ দূরের গাঁয়ে,
লাল আলতা পায়ে,
মাঠ রাঙিয়েছে আমার সইরা।

দেখ দূর নীলাম্বরে,
ডানা ঝাপটে উড়ে,
আকাশ মাতিয়েছে দুই পায়রা।
দেখ সুপ্ত বিকেলে,
মা ছেলেকে বলে,
ঘরে আয়রে ‘নাইরা’।

যা চিন্তা জাগে,
প্রশ্রয় দাও তাকে
লিখে ফেলো এক কবিতা।

হোক সে এলোপাথারি,
নয়তো বা মন্ত্রমুগ্ধকারী
আঁকলে তো মনের ছবিটা!

লেখকঃ শিক্ষার্থী, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়

Loading

Leave a Comment