Barbie Politics: বার্বির রূপকথা, বার্বির রাজনীতি

এই ধরণের রোগের ব্যাপারটা আরো স্পষ্ট হয় ও স্পটলাইটে আসে যখন প্রিন্সেস ডায়ানা তাঁর ডায়েট কেন্দ্রিক মানসিক বিপর্যয়ের কথা স্বীকার করেন। এর পরে অনেক জনপ্রিয় পশ্চিমা তারকাও তাঁদের না খাওয়ার বিপত্তির কথা স্বীকার করেন। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেয়া যায় আরেকটি তথ্যও। বার্বির আবিষ্কারক রুথ হ্যান্ডলারের নাতনি স্টেসি হ্যান্ডলার তার ‘দ্য বডি বারডেন: লিভিং ইন দ্যা শ্যাডো অফ বার্বি’ বইটিতে তার ‘না খাওয়া বিপর্যয়’-এর কারণ হিসেবে বার্বি পুতুল ও তার দাদিকে দায়ী করেন।

Loading