আমরা গাইব শুধু গান, হতে চাইনা শিরোনাম

পঁচাত্তর কি ছিয়াত্তরের কলকাতা শহর। প্রতিবেশী বাংলাদেশে তখন চলছে চরম রাজনৈতিক অস্থিরতা। ষাটের দশকের শুরু থেকে বব ডিলান, জিম মরিসনরা তখন আরবান ফোক নামে নতুন এক জনরার (genre) গান নিয়ে রাজত্ব করে চলেছে। সারা বিশ্বের সংগীত যেখানে এগিয়ে চলছে তখন বাংলা গানের চর্চায় লেগে আছে স্থবিরতা। গতানুগতিকতার বাইরে কোনো ভাবেই বের হতে পারছিলো না বাংলা গান। তখনই এসেছিলো মহীনের ঘোড়াগুলি। বাংলা গানের নতুন ধারা সৃষ্টি করা এই গানের দলকে নিয়ে কাকাড্ডায় লিখেছেন তরুণ কবি সোহান আহমেদ তন্ময়। 

Loading