সম্পাদকীয়- আষাঢ় ১৪২৮

কাকাড্ডার প্রচেষ্টার ছয় বছর পূর্ণ হবে আসছে আগস্টের ৭ তারিখে। এই ছয় বছরের প্রায় পুরোটা জুড়েই কাকাড্ডা নিয়ে চলেছে আমাদের নানা এক্সপেরিমেন্ট। ধীরে হলেও কাঙ্খিত উদ্দেশ্যে অর্থাৎ, সুন্দর, সাবলীল কৈশোরকালকে নিশ্চিত করতে নিজেদের সবটুকু দিয়েই এগিয়ে চলেছে কাকাড্ডা পাঠচক্র। এ সময়ের আর দশটি সংগঠনের সাথে কাকাড্ডার পার্থক্যের জায়গাটি হলো, আমরা যারা কাকাড্ডার কলা-কৌশলী আছি, তাদের কেউই জানি না আর ৫ বছর পরে কাকাড্ডা নামে সংগঠনটি আদৌ থাকবে কী না, এ নিয়ে আমাদের তেমন কোনো চিন্তাও নেই। কাকাড্ডার টিকে থাকা বা টিকে না থাকার চাইতে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো, যে উদ্দেশ্য নিয়ে কাকাড্ডা পাঠচক্র কাজ করে যাচ্ছে সে স্বপ্নের টিকে থাকাটা। যে স্বপ্নের ঝান্ডা আজ কাকাড্ডার কাছে আছে, তা আগামীদিনে অন্য কারোর হাতে যাবে এটাই স্বাভাবিক। আমাদের কাজ এই স্বপ্নের ঝান্ডাটাকে আরো দৃঢ় করে দেয়া, আরো শক্ত হাতের কাছে পৌঁছে দেয়া।

লেখক-কলা কৌশলির অভাবে অনেকদিন বন্ধ ছিলো ওয়েবে কাকাড্ডার প্রকাশনা। এবারে তাই চেষ্টার কমতি রাখিনি আমরা। পুরো বর্ষাকাল জুড়েই নতুন কন্টেন্টে ভরপুর থাকবে কাকাড্ডা ডট কম। ভুল-ত্রুটি মুক্ত রাখার প্রাণান্ত চেষ্টাই আমরা করছি প্রতিনিয়ত। কাকাড্ডার পাঠকেরা ভুল গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আমাদের প্রত্যাশা।

কাকাড্ডা ডট কমের সকল পাঠককে ইদের অগ্রীম শুভেচ্ছা।

Loading

Leave a Comment