নতুন বছর আসতে দেরী হলো এক সেকেন্ড!

তোমার অনেকেরই হয়ত জানা নেই যে ২০১৬ সাল স্বাভাবিকের চেয়ে এক সেকেন্ড বেশি সময় নিয়েছে। নিয়মানুযায়ী ২০১৬ সালে ৩১৬২২৪০০ সেকেন্ড থাকার কথা। কিন্তু ২০১৬ সাল ছিল স্বাভাবিক নিয়ম বহির্ভূত। ২০১৬ সাল সময় নেয় ৩১৬২২৪০১ সেকেন্ড।
আর এই অতিরিক্ত এক সেকেন্ড যোগ করার নাম হল লিপ সেকেন্ড। ২০১৬ সালে ২৭ তম বারের মত লিপ সেকেন্ড যুক্ত করা হয়। এ লিপ সেকেন্ড এর চল শুরু হয় ১৯৭২ সাল থেকে।

বিজ্ঞানীদের সব কিছু নিয়েই একটু খুত ধরার স্বভাব থাকে! প্রথমে তারা লিপ ইয়ায়ের সূচনা করে যেন এক বছর পরপর পৃথিবী যে তার নিজ কক্ষপথে যে অল্প দূরত্ব পিছিয়ে যায় তা পোষাতে পারে। কিন্তু এতেও তাদের মন ভরলো না, তারা হিসাব করে দেখলো যে পৃথিবীর যে অবস্থানে থাকার কথা তার জন্য পৃথিবীর আরো এক সেকেন্ড বেশি প্রয়োজন। একদম সূক্ষ্ম অবস্থানে যেন পৃথিবী অবস্থান করে আর সে অনুযায়ী সময় পরিমাপ করার জন্য লিপ সেকেন্ড এর উৎপত্তি।

তথ্য লেখনীঃ শিক্ষার্থী, পদার্থ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

Loading

Leave a Comment