রঙ্গ

আমি এক মস্ত বড় বণিক!
আকাশ-পাতাল ব্যবসা আমার,
হরেক রঙের মালিক।

লালটাকে বলে ভালোবাসা,
দামটা একটু বেশি।
হলুদ পাঁচ,আকাশী পাঁচ আর
নীল তিন আনায় শিশি।

কালো রঙকে দুঃখ বলে,
বিক্রি বেজায় খাসা!
সাড়ে চার আনা শিশি হলেও,
খদ্দেরে ভাই ঠাসা।

ফিকে-কালোরও ব্যবসা ভাল,
সোজা বাংলায় বলে,চিন্তা।
বাদশাও কিনে,চাষাও কিনে;
কারও মোরগ, কারও পান্তা!

সাদা রঙ, মানে খাটি মনটার!
বিকি-কিনি নাই পুরো দিনটা।
দেড় আনাতে শিশি বেঁচি তাও-
কিনে সবে শেষে কালো রঙটা।

আমি ভাই রঙ্গ বেঁচি, রঙ্গ!
হলুদ পাঁচ,আকাশী পাঁচ আর ;
কালো জীবনের অঙ্গ।

Loading

Leave a Comment