জ্যোৎস্নাবাসর

কিছু পবিত্র সময় আমাকে ছুঁয়ে মেঘঘন নীলে সাজায়
অসুর পূজার নৈবেদ্য, গোগ্রাসে গিলে মহাকাল।
কিন্তু আমি তো হতে চেয়েছি ক্লান্ত পথিক
রীতার লাল পাড় হলুদ জমিনে।
আমি কারো পথ আগলে দারাইনি
‘ল’ ভাঙার নির্লজ্জ পণে।
আমি কারো স্বপ্ন ভাঙতে চাইনি জীর্ণ ভেঙ্গে
নতুন গড়ার উন্মত্ততায়।
আমি একা হতে চেয়েছি জনকলরোলের
সড়ক ছেড়ে তার জ্যোৎস্নাবাসরে।
তবু আমাকে নিয়েই টানাটানি
এই হাত এই পা এই মস্তিষ্কের নাড়িভুঁড়ি ছিঁড়লে
কে লিখবে কবিতা? কে ভাববে তাকে নিয়ে?

 

লেখকঃ দিপংকর রায় প্রতীক, কৃষ্ণনগর, কল্যাণীহাট, বীরগঞ্জ, দিনাজপুর।

Loading

Leave a Comment