আহ্বান

কিশোর পত্রিকা কাকাড্ডা সব সময় উৎসাহিত করে কিশোর লেখকদের। এসব লেখায় হয়তো আনাড়ি ছাপটাও কখনো খুব স্পষ্ট। কিন্তু এই লেখার চর্চাটা ধরে রাখা খুব জরুরী। আজ প্রকাশিত হলো  মুন্সিগঞ্জের শ্রীনগরের রুসদি উচ্চ বিদ্যালয়ের  নবম শ্রেণীর শিক্ষার্থী  ঐশী মুখার্জীর লেখা একটি কবিতা। শুভ কামনা ক্ষুদে কবির জন্যে!

 

অবেলার ক্ষতগুলোয় বর্ষা এসে প্রলেপ লাগায়
ক্ষতের ওপর আঙুল ছোঁয়ায়,
বৃষ্টিফোঁটায় থাকে আদর মাখা।
এখন শ্রাবণ ভীষণ দামী
ধুয়ে যাক্ ক্ষত-রুধির আদরজলে,
রঙ ধুয়ে যাক্ মুখোশগুলোর
ধুয়ে যাক্ পাপ শহরগুলোর
শহরে বৃষ্টি নামুক দারুণ তোড়ে!
আকাশে যন্ত্রণা আর ধোঁয়া উড়ে যেই শহরে-
ভীষণ কালো মেঘ জমে যাক্ সেই শহরের আকাশজুড়ে।
ঝড় দেখাক্ আজ তুমুল দাপট!
যত জঞ্জাল উড়ে যাক্ ঘুর্ণিবায়ে
হোক শান্তি বারিষ তল্লাটময়।
শতাব্দী পুরোন অসুখ যত লুকোনো ইমারতের থামের আড়ে
ভেসে যাক্ সব সে ধারায়!
গা মেখে যাক্ জল আর কাঁদায়
গা ভাসিয়ে আনন্দধারায়,
ঠোঁটে থাক্-
ছুটির শেষে স্কুল বালকের তৃপ্ত হাসি।

 

কবিঃ শিক্ষার্থী, নবম শ্রেণি, রুসদী হাই স্কুল, শ্রীনগর, মুন্সিগঞ্জ। 

Loading

Leave a Comment