স্মৃতির চিলেকোঠায়

শুভ জন্ম মোটি। এই হাতটাকে চিনো?এইটা এক
কিশোরীর হাত যে তার কৈশোরে একটি মানুষকে
আপন করে ভেবেছিল।তার সকল চিন্তা,ভাবনা
কে উজাড় করে দিয়েছিল। বাইরের কাউকে কিভাবে আপন করে নিতে হয় তা শিখেছিল। কারণ
ওই মানুষ টা তাকে শিখিয়েছিল। মানুষ টা মেয়েটার কাছে এসেছিল এক সম্পর্ক এর সম্ভাবনা নিয়ে।
দিনে দিনে সেই সম্পর্ক থেকেও অনেক বেশি ই হয়ে উঠল। কিন্তু শিকড় যে ওই সম্পর্কের
সুতো। সুতো মলিন হয়ে যে ছিঁড়তে শুরু করেছে
মেয়েটার জানা ছিল না।সে চলে গেল। কিন্তু মানুষটি তাকে ভুলে যাবার,ঘৃণা করার মন্ত্রটা শিখিয়ে
গেল না। এখন আর হাতে তেমন মেহেদি লাগানো
হয় না । লাল রঙ টা যে বেশি ই ফিকে লাগে দেখতে।
ভালো থাকুক মানুষ টা।ভালো থাকুক মেয়েটা
কৈশোরের স্মৃতির মলিন পাতাগুলো।
শুভ জন্মদিন।

লেখকঃ শিক্ষার্থী, চট্টগ্রাম মেডিকেল কলেজ

Loading

Leave a Comment