মহাকাশে ওরা!

৩ নভেম্বর, ১৯৫৭ সালে মহাকাশযান (স্পুটনিক-২) করে মহাকাশে পাড়ি দিয়েছিল লাইকা (স্ত্রী-কুকুর)। স্পুটনিক-২ এর যাত্রা শুরুর ৯ দিন আগে মস্কোর রাস্তা থেকে সোভিয়েতরা লাইকাকে সংগ্রহ করেন। তারা লাইকাকেই বেছে নিয়ে মূলত দুইটি কারনে। লাইকা ছিল আকারে ছোট এবং শান্ত প্রকৃতির।
মহাকাশযানটি উৎক্ষেপণের পাঁচ মাস পর, পৃথিবীতে প্রত্যাবর্তনের সময় (এপ্রিল, ১৯৫৮) বায়ুমণ্ডলেই বিধ্বস্ত হয়ে যায় স্পুটনিক-২। তবে তারও আগে মহাকাশযানটির ভেতর মারা যায় লাইকা। অতিরিক্ত তাপ আর আতঙ্কের জন্য মারা যায় লাইকা।

Loading