রেডক্লিফ লাইন

১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট, বিশাল ভারতবর্ষ ভেঙ্গে জন্ম হয় দু’টি রাষ্ট্রের। ভারত, পাকিস্তান। প্রায় একই রকম ভাষা, সংস্কৃতির ভূখন্ডের মাঝে শুধুমাত্র ধর্মের ভিন্নতার কারণে চলে আসে কাঁটাতারের দেয়াল। নিজের ভিটেমাটি ছেড়ে চলে যেতে হয় বহু বাঙ্গালী হিন্দু-মুসলিম পরিবারের। এই বিতর্কিত সীমানাখন্ডনের দ্বায়িত্বে ছিলেন এমন সিরিল র‍্যাডক্লিফ যিনি আগে কখনো ভারতে আসেননি, জানতেন না ভারতবর্ষের সংস্কৃতি, জনতত্ত্ব সম্পর্কে। র‍্যাডক্লিফের ভোঁতা কাঁচি যেভাবে আলাদা করে দিয়েছিলো একটি দেশকে সে গল্পই কাকাড্ডা ডট কমে লিখেছেন শেখ সাঈদ।

Loading