বৃহস্পতির কতো চাঁদ!

১৬৩৩ সালে তাকে হুমকি দেওয়া হলো এই ধারণা মিথ্যে তা স্বীকার করতে। রাজী না হওয়ায় গ্যালিলিওকে বাকি জীবন বন্দিদশায় কাটাতে হয়েছিল ফ্লোরেন্সের এক পাতালঘরে। শারীরিক অবনতির কারণে এবং দৃষ্টিশক্তি খুইয়ে ১৬৪২সালে ৭৭ বছর বয়সী গ্যালিলিও মারা যান। কিন্তু রয়ে যায় তার পর্যবেক্ষণলব্ধ ফলাফল, যা পরবর্তীতে বিজ্ঞানীদের জন্য পথিকৃৎ হিসেবে কাজ করে। ১৯৭৯ সালে ভয়েজার-১ এর তোলা ছবিতে লো উপগ্রহে আগ্নেয়গিরির অস্তিত্ব ধরা পড়ে। লো বৃহস্পতির চারদিকে উপবৃত্তাকার পথে আবর্তিত হওয়ায় বৃহস্পতির মহাকর্ষ বলের প্রভাবে লো এর পৃষ্ঠে ১০০ মিটার (৩০০ ফুট) উঁচু লাভার প্রবাহ সৃষ্টি হয়।

Loading