আলোর গতিতে ইন্টারনেট

এখন কথা হচ্ছে, Li-Fi জিনিসটা কাজ করে কিভাবে? এখানে মূলত লাইট বাল্বকেই ওয়্যারলেস রাউটার হিসেবে কাজে লাগানো হয়। Wi-Fi তে যেখানে বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণ করা হয়, Li-Fi তে সেখানে আলোক তরঙ্গ ব্যবহার করেতথ্য প্রেরণ করা হয়। বেতার তরঙ্গের চেয়ে আলোক তরঙ্গের কম্পাঙ্ক প্রায় দশ হাজার গুণ বেশি হওয়ায়, এই Li-Fi, Wi-Fi এর চেয়ে প্রায় দশ হাজার গুণ দ্রুত গতিতে তথ্য প্রেরণ করতে পারে!

Loading