বিবর্তন ও ত্বক

একই সাথে প্রয়োজনীয় এবং ক্ষতিকর এই রশ্মি কে বশে আনার জন্য প্রকৃতি এক আশীর্বাদ দিল মানবজাতিকে । সেই আশীর্বাদের নাম ‘মেলানিন’। এই মেলানিন নামক পদার্থ সুরক্ষা দেয় UVB এর ক্ষতিকর প্রভাব থেকে। এতে করে অতি বেগুনী রশ্মির সংস্পর্শে এসেও দারুন ক্ষতির হাত থেকে রক্ষা পায় মানুষ আর সেই সাথে লুফে নেয় এর প্রয়োজনীয় ও উপকারী দিক। তাই বিবর্তনের স্বার্থে দক্ষ কর্মীর মত কাজ করে মেলানিন। আরেকটি কথা জানিয়ে রাখি, এই মেলানিন নামক রঞ্জক পদার্থের কারনেই আমাদের গায়ের রঙ গাঢ় অর্থাৎ কালো বা কালচে হয়।

Loading